বিসর্জন

নহে, লিপি সত্য নহে, মূর্তি সত্য নহে —

চিন্তা সত্য নহে। সত্য কোথা আছে — কেহ

নাহি জানে তারে, কেহ নাহি পায় তারে।

সেই সত্য কোটি মিথ্যারূপে চারি দিকে

ফাটিয়া পড়েছে। সত্য তাই নাম ধরে

মহামায়া, অর্থ তার ‘ মহামিথ্যা '। সত্য

মহারাজ বসে থাকে রাজ-অন্তঃপুরে —

শত মিথ্যা প্রতিনিধি তার, চতুর্দিকে

মরে খেটে খেটে।–

                  শিরে হাত দিয়ে, ব'সে

বসে ভাবো — আমার অনেক কাজ আছে!

আবার গিয়েছে ফিরে প্রজাদের মন।

জয়সিংহ।    যে তরঙ্গ তীরে নিয়ে আসে, সেই ফিরে

অকূলের মাঝখানে টেনে নিয়ে যায়।

সত্য নহে, সত্য নহে, সত্য নহে — সবই

মিথ্যা! মিথ্যা! মিথ্যা! দেবী নাই প্রতিমার

মাঝে, তবে কোথা আছে? কোথাও সে নাই!

দেবী নাই! ধন্য ধন্য ধন্য মিথ্যা তুমি!


দ্বিতীয় দৃশ্য
প্রাসাদকক্ষ

গোবিন্দমাণিক্য ও চাঁদপাল

 

চাঁদপাল।     প্রজারা করিছে কুমন্ত্রণা। মোগলের

সেনাপতি চলিয়াছে আসামের দিকে

যুদ্ধ-লাগি, নিকটেই আছে, দুই-চারি

দিবসের পথে — প্রজারা তাহারি কাছে

পাঠাবে প্রস্তাব তোমারে করিতে দূর

সিংহাসন হতে।

গোবিন্দমাণিক্য।               আমারে করিবে দূর?

মোর 'পরে এত অসন্তোষ?