বিসর্জন

নহি কি রে আমি তোর পিতার অধিক

পিতৃবিহীনের পিতা বলে? এই দুঃখ

এত করে স্মরণ করাতে হল! কৃপা

ভিক্ষা সহ্য হয়, ভালোবাসা ভিক্ষা করে

যে অভাগ্য, ভিক্ষুকের অধম ভিক্ষুক

সে যে। বৎ স, তবু নিরুত্তর? জানু তবে

আরবার নত হোক। কোলে এসেছিল

যবে, ছিল এতটুকু, এ জানুর চেয়ে

ছোটো — তার কাছে নত হোক জানু। পুত্র,

ভিক্ষা চাই আমি।

জয়সিংহ।                         পিতা, এ বিদীর্ণ বুকে

আর হানিয়ো না বজ্র। রাজরক্ত চাহে

দেবী, তাই তারে এনে দিব। যাহা চাহে

সব দিব। সব ঋণ শোধ করে দিয়ে

যাব। তাই হবে। তাই হবে।

[ প্রস্থান

রঘুপতি।                             তবে তাই

হোক। দেবী চাহে, তাই বলে দিস। আমি

কেহ নই। হায় অকৃতজ্ঞ, দেবী তোর

কী করেছে? শিশুকাল হতে দেবী তোরে

প্রতিদিন করেছে পালন? রোগ হলে

করিয়াছে সেবা? ক্ষুধায় দিয়েছে অন্ন?

মিটায়েছে জ্ঞানের পিপাসা? অবশেষে

এই অকৃতজ্ঞতার ব্যথা নিয়েছে কি

দেবী বুক পেতে? হায়, কলিকাল! থাক্‌!