বিসর্জন
দ্বিতীয় দৃশ্য
প্রাসাদ
গোবিন্দমাণিক্য

গোবিন্দমাণিক্য।   এখনি আনন্দধ্বনি! এখনি পরেছে

দীপমালা নির্লজ্জ প্রাসাদ! উঠিয়াছে

রাজধানী-বহির্দ্বারে বিজয়তোরণ

পুলকিত নগরের আনন্দ-উৎক্ষিপ্ত

দুই বাহু-সম! এখনো প্রাসাদ হতে

বাহিরে আসি নি — ছাড়ি নাই সিংহাসন।

এতদিন রাজা ছিনু — কারো কি করি নি

উপকার? কোনো অবিচার করি নাই

দূর? কোনো অত্যাচার করি নি শাসন?

ধিক্‌ ধিক্‌ নির্বাসিত রাজা! আপনারে

আপনি বিচার করি আপনার শোকে

আপনি ফেলিস অশ্রু!

                      মর্তরাজ্য গেল,

আপনার রাজা তবু আমি। মহোৎসব

হোক আজি অন্তরের সিংহাসনতলে।

 

গুণবতীর প্রবেশ

 

গুণবতী।     প্রিয়তম, প্রাণেশ্বর, আর কেন নাথ?

এইবার শুনেছ তো দেবীর নিষেধ!

এসো প্রভু, আজ রাত্রে শেষ পূজা করে

রামজানকীর মতো যাই নির্বাসনে?

গোবিন্দমাণিক্য।   অয়ি প্রিয়তমে, আজি শুভদিন মোর।

রাজ্য গেল, তোমারে পেলেম ফিরে। এসো

প্রিয়ে, যাই দোঁহে দেবীর মন্দিরে, শুধু

প্রেম নিয়ে, শুধু পুষ্প নিয়ে, মিলনের

অশ্রু নিয়ে, বিদায়ের বিশুদ্ধ বিষাদ