বিসর্জন

অধীশ্বরী তব — এই মন্ত্র প্রতিদিন

কেন দিলে কানে? কেন না জানালে মোরে

আমি ক্রীতদাসী, রাজার কিংকরী শুধু,

রানী নহি — তাহা হলে আজিকে সহসা

এ আঘাত, এ পতন সহিতে হত না!

 

ধ্রুবের প্রবেশ

কোথা যাস তুই?

ধ্রুব।                      আমারে ডেকেছে রাজা।

[ প্রস্থান

গুণবতী।     রাজার হৃদয়রত্ন এই সে বালক!

ওরে শিশু, চুরি করে নিয়েছিস তুই

আমার সন্তানতরে যে আসন ছিল।

না আসিতে আমার বাছারা, তাহাদের

পিতৃস্নেহ-'পরে তুই বসাইলি ভাগ!

রাজহৃদয়ের সুধাপাত্র হতে, তুই

নিলি প্রথম অঞ্জলি — রাজপুত্র এসে

তোরি কি প্রসাদ পাবে ওরে রাজদ্রোহী! —

মা গো মহামায়া, একি তোর অবিচার!

এত সৃষ্টি, এত খেলা তোর — খেলাচ্ছলে

দে আমারে একটি সন্তান — দে জননী,

শুধু এইটুকু শিশু, কোলটুকু ভ'রে

যায় যাহে। তুই যা বাসিস ভালো, তাই

দিব তোরে।

নক্ষত্ররায়ের প্রবেশ

 

            নক্ষত্র, কোথায় যাও? ফিরে

যাও কেন? এত ভয় কারে তব? আমি

নারী, অস্ত্রহীন, বলহীন, নিরুপায়,

অসহায় — আমি কি ভীষণ এত?

নক্ষত্ররায়।                      না, না,

মোরে ডাকিয়ো না।