সন্ধ্যাসংগীত

          মেঘ হতে নেমে ধীরে ধীরে

          আয় লো কবিতা, মোর বামে --

          চম্পক - অঙ্গুলি দুটি দিয়ে

          অন্ধকার ধীরে সরাইয়ে

          যেমন করিয়া উষা নামে।

 

          বায়ু হতে আয় লো কবিতা,  

          আসিয়া বসিবি মোর পাশে --

          কে জানে, বনের কোথা হতে

          ভেসে ভেসে সমীরণস্রোতে

          সৌরভ যেমন করে আসে।

           হৃদয়ের অন্তঃপুর হতে

           বধূ মোর, ধীরে ধীরে আয় --

          ভীরু প্রেম যেমন করিয়া

          ধীরে উঠে হৃদয় ধরিয়া,

           বঁধুর পায়ের কাছে গিয়ে

           অমনি মুরছি পড়ে যায়।

 

 

         অথবা শিথিল কলেবরে

        এসো তুমি, বোসো মোর পাশে --

        মরণ যেমন করে আসে,

        শিশির যেমন করে ঝরে,  

        পশ্চিমের আঁধারসাগরে

        তারাটি যেমন করে যায়

অতি ধীরে মৃদু হেসে     সিঁদুর সীমন্তদেশে

        দিবা সে যেমন করে আসে

        মরিবারে স্বামীর চিতায়

        পশ্চিমের জ্বলন্ত শিখায়।

পরবাসী ক্ষীণ - আয়ু         একটি মুমূর্ষু বায়ু

        শেষ কথা বলিতে বলিতে

        তখনি যেমন মরে যায়