কয়েকটি সাধারণ প্রশ্ন (Frequently Asked Questions)
প্রশ্ন ১) অনুসন্ধানে বাংলা কীভাবে লিখব?
 
উত্তর : বাংলায় কি-ওয়ার্ড লেখার জন্য ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহার করতে পারেন।

 
প্রশ্ন ২) অনুসন্ধানে কিছু খুলছে না। খালি কতকগুলো চৌকো বক্স দেখাচ্ছে।
 
উত্তর : আপনার বাংলা ফন্ট নেই বলে এই সমস্যা হচ্ছে। দয়া করে "বাংলা ফন্ট ডাউনলোড করুন" অপশন থেকে ফন্ট ডাউনলোড করে নিন।

 
প্রশ্ন ৩) I have not found Swaralipi for all songs. It would be very helpful if you provide Swaralipi for all songs as soon as possible.
 
উত্তর : As of now Swaralipi link for each song available at the bottom of the song text.

 
প্রশ্ন ৪) 'Kalmrigaya' is not found in any category.
 
উত্তর : It is in "Achalita (অচলিত)" category.

 
প্রশ্ন ৫) I would like to download a complete book. Please advice accordingly.
 
উত্তর : You can't download the complete book at a time. You have to copy page by page.

 
প্রশ্ন ৬) অন্বেষণে কী পাওয়া যাবে?
 
উত্তর : অন্বেষণে রবীন্দ্রনাথের প্রতিটি রচনা সম্পর্কে অধিতথ্য(Meta Data) দেওয়া রয়েছে। একটি লেখা কবে রচিত হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, কোথায় প্রথম প্রকাশিত হয়েছে, ইত্যাদি তথ্য এখানে পাওয়া যাবে।

 
প্রশ্ন ৭) যদি প্রত্যেক বই এর পেজ এ next ও Prev থাকত তাহলে ভালো হত। এখন দ্বিতীয় পাতা দেখতে হলে সূচিপত্র খুলতে হয়।
 
উত্তর : এখানে প্রতিটি রচনার প্রত্যেকটি পাতার শেষে পরবর্তী বা পূর্ববর্তী পাতায় যাবার লিংক আছে (যদি লেখাটিতে একের বেশি পাতা থাকে)। তাছাড়া হেডারেও পরবর্তী বা পূর্ববর্তী পাতায় যাবার লিংক আছে।

 
প্রশ্ন ৮) রবি ঠাকুরের লেখা সম্পর্কে সাধারণ মানুষেরও অনেক কিছু বলার বা জানবার আছে, "Discuss this page" option থাকলে খুব ভালো হয়।
 
উত্তর : 'support-rachanabali@nltr.org' -তে আপনি আপনার মতামত লিখতে পারেন। তাছাড়া আপনার প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব।

 
প্রশ্ন ৯) বাংলা লেখা লিংক এর উপর মাউস নিয়ে গেলে যদি ইংরেজি টিপ্‌স পাওয়া যায় তাহলে ভালো হয়।
 
উত্তর : যেহেতু পুরো সাইটটি বাংলায় তৈরি, তাই ইংরাজিতে টুল-টিপস দেওয়া হয়নি। আপনার প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব।

 
প্রশ্ন ১০) If I give 2 or 3 consecutive words from anywhere in Tagore text, can this site give me the name of the Text and location of the quotation?
 
উত্তর : Yes, our search engine "Anusandhan (অনুসন্ধান)" is very powerful, it will give you the name and location of the text containing the key-words, provided the key-words are there in the website.