কয়েকটি সাধারণ প্রশ্ন (Frequently Asked Questions)
প্রশ্ন ১) অনুসন্ধানে বাংলা কীভাবে লিখব? |
|
উত্তর : বাংলায় কি-ওয়ার্ড লেখার জন্য ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহার করতে পারেন। |
|
|
প্রশ্ন ২) অনুসন্ধানে কিছু খুলছে না। খালি কতকগুলো চৌকো বক্স দেখাচ্ছে। |
|
উত্তর : আপনার বাংলা ফন্ট নেই বলে এই সমস্যা হচ্ছে। দয়া করে "বাংলা ফন্ট ডাউনলোড করুন" অপশন থেকে ফন্ট ডাউনলোড করে নিন। |
|
|
প্রশ্ন ৩) I have not found Swaralipi for all songs. It would be very helpful if you provide Swaralipi for all songs as soon as possible. |
|
উত্তর : As of now Swaralipi link for each song available at the bottom of the song text. |
|
|
প্রশ্ন ৪) 'Kalmrigaya' is not found in any category. |
|
উত্তর : It is in "Achalita (অচলিত)" category. |
|
|
প্রশ্ন ৫) I would like to download a complete book. Please advice accordingly. |
|
উত্তর : You can't download the complete book at a time. You have to copy page by page. |
|
|
প্রশ্ন ৬) অন্বেষণে কী পাওয়া যাবে? |
|
উত্তর : অন্বেষণে রবীন্দ্রনাথের প্রতিটি রচনা সম্পর্কে অধিতথ্য(Meta Data) দেওয়া রয়েছে। একটি লেখা কবে রচিত হয়েছে, কবে প্রকাশিত হয়েছে, কোথায় প্রথম প্রকাশিত হয়েছে, ইত্যাদি তথ্য এখানে পাওয়া যাবে। |
|
|
প্রশ্ন ৭) যদি প্রত্যেক বই এর পেজ এ next ও Prev থাকত তাহলে ভালো হত। এখন দ্বিতীয় পাতা দেখতে হলে সূচিপত্র খুলতে হয়। |
|
উত্তর : এখানে প্রতিটি রচনার প্রত্যেকটি পাতার শেষে পরবর্তী বা পূর্ববর্তী পাতায় যাবার লিংক আছে (যদি লেখাটিতে একের বেশি পাতা থাকে)। তাছাড়া হেডারেও পরবর্তী বা পূর্ববর্তী পাতায় যাবার লিংক আছে। |
|
|
প্রশ্ন ৮) রবি ঠাকুরের লেখা সম্পর্কে সাধারণ মানুষেরও অনেক কিছু বলার বা জানবার আছে, "Discuss this page" option থাকলে খুব ভালো হয়। |
|
উত্তর : 'support-rachanabali@nltr.org' -তে আপনি আপনার মতামত লিখতে পারেন। তাছাড়া আপনার প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। |
|
|
প্রশ্ন ৯) বাংলা লেখা লিংক এর উপর মাউস নিয়ে গেলে যদি ইংরেজি টিপ্স পাওয়া যায় তাহলে ভালো হয়। |
|
উত্তর : যেহেতু পুরো সাইটটি বাংলায় তৈরি, তাই ইংরাজিতে টুল-টিপস দেওয়া হয়নি। আপনার প্রস্তাবটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। |
|
|
প্রশ্ন ১০) If I give 2 or 3 consecutive words from anywhere in Tagore text, can this site give me the name of the Text and location of the quotation? |
|
উত্তর : Yes, our search engine "Anusandhan (অনুসন্ধান)" is very powerful, it will give you the name and location of the text containing the key-words, provided the key-words are there in the website. |
|
|