পাঠকের প্রশ্ন
প্রশ্ন ৬৯১) Pl correct the antara. Furai jobe, it is written ghore instead of jobe.
উত্তর : ভুল দর্পণে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। রবীন্দ্র রচনাসমগ্রের পূজা ৩৮৫, "নয়ন ছেড়ে গেলে চলে" গানটির স্বরলিপিতে "ফুরায় যবে" অংশটি ঠিক করে দেওয়া হয়েছে। দয়াকরে পরীক্ষা করে নেবেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
 

প্রশ্ন ৬৯০) আপনাদের রবীন্দ্র রচনাবলী ওয়েবসাইটটি আমার দৃষ্টিগোচর হয় প্রায় ১ বছর। এটি সত্যিই প্রশংসনীয় কাজ। আমার খুবই অল্প জানায় এতো সুন্দর কাজ আগে দেখি নি। বিশেষ করে স্বরলিপি অংশ অনন্য। বৃহৎ পরিসরে এ কাজের মধ্যে একেবারেই সামান্য কিছু ভুল থাকাটা অস্বাভাবিক নয়। সে রকম একটুখানি - -- - - -- কবিগুরুর "আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়" গানটিতে দুটো জায়গায় অসঙ্গত মনে হচ্ছে। ১। রৌদ্রছায়ায় > রৌদ্রচায়ায় ২। ছুটছে > ছুটেব যাচাইপূর্বক সংশোধনের জন্য বিনীত অনুরোধ করছি।
উত্তর : আপনার মূল্যবান ইমেলের জন্য আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জানাই আপনার চিহ্নিত ত্রুটি আমরা ইতিমধ্যেই সংশোধন করেছি।
 

প্রশ্ন ৬৮৯) Please advise, I am unable to see the swaralipi fonts after saving the same in the adroid phone. The same is seen in web page of the Rabindra-rachanabali of yours. Only online version can be seen. If saved it shows the swaralipi in english fonts only.
উত্তর : Thank you for your mail. The swaralipis are designed to be read online. Our 'rabindra-rachanabali.nltr.org' uses embedded web font (Swarabitan.ttf) for swaralipi. To read saved web pages the same font is required to be present in the system/machine. If your android device is ROOTED (i.e. if the root user is enabled) then you have to install the 'Swarabitan.ttf' font into that device. Unfortunately, most of the Android devices are not ROOTED by default. In that case it won’t be possible to read those swaralipis offline on Android phones. If your android device is ROOTED, you can install 'Swarabitan.ttf'.
 

প্রশ্ন ৬৮৮) প্রেম পর্যায় \" কে দিল আবার আঘাত...\" গানের স্বরলিপীতে \"যাব তব সনে \" এর জায়গায় ছাপা হয়েছে,\"যাব তবে রে\"। 
উত্তর : সুধী, ভুলটা ঠিক করে দিয়েছি। অনুগ্রহ করে পরীক্ষা করে নেবেন। আপনার ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ।
 

প্রশ্ন ৬৮৭) কবিতার প্রথম ছত্রের সূচী ও শিরোনাম সূচী নেই এবং search করে কোনো কাজ হচ্ছে না
উত্তর : মহাশয় আপনার বৈ-ডাকের জন্য ধন্যবাদ।আমাদের রবীন্দ্র রচনাবলী সাইট ঠিকঠাক চলছে।  http://www.rabindra-rachanabali.nltr.org/node/10609 এই link টায় গিয়ে দেখুন।
 

প্রশ্ন ৬৮৬) wants to know about the history of writtings.when where he had written this and also it will be easy if you can include the details of the writting and also with meanings what he was trying to say in his writtings individualy..thanks
উত্তর : Thanks for your E-mail. Our search engine 'Anneswan' is very powerful. You can search it 'ANNESWAN'.
 

প্রশ্ন ৬৮৪) Can you mention date/ period for every creation! It will help us to know the composer and his flow of thinking.
উত্তর : Thanks for your E-mail. Our search engine 'Anneswan' is very powerful. You can search it 'ANNESWAN'.
 

প্রশ্ন ৬৮৩) অপরিচিতা গল্পের মডেল প্রশ্ন কিভাবে পাবো?
উত্তর : মহাশয় আপনার বৈ-ডাকের জন্য ধন্যবাদ।আপনার প্রশ্ন আমাদের কর্মকান্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ধন্যবাদান্তে, ভাষা-প্রযুক্তি গবেষণা পরিষদ, কলকাতা
 

প্রশ্ন ৬৮২) Why not Kabikanthe played with respective songs. It is ultimate teacher of the creature
উত্তর : Thanks for your mail and interest in SNLTR’s work. Kabikanthe is a publication. Which is not out of copyright issue. SNLTR cannot provide any copyright material. Thank you again. Society for Natural Language Technology Research (SNLTR), Kolkata
 

প্রশ্ন ৬৮১) Rabindra Sangeeet tar swakiotay purno. Ekta Request sambhab hole rakhar chesta koben. proti ganer mathay jodi TAAL er naaam lekah thakto mone hoy aro swayong sampurnota prapto hoto. Ai choa bhul hole kshama korben
উত্তর : রবীন্দ্র-রচনাবলী সাইটে গান ও স্বরলিপির উপর কাজ চলছে। আমরা আপনার ইচ্ছাটা পূরণ করার চেষ্টায় রইলাম।
 

১০ পরবর্তী পরবর্তী ১০ পৃষ্ঠা