সন্ধ্যাসংগীত
দেখিতে মেঘের ছেলেখেলা।
এইরূপে সায়াহ্নের কোলে
রচেছি গোধূলি - নিকেতন,
দিবসের অবসান - কালে
পশে হেথা রবির কিরণ।
আসে হেথা অতি দূর হতে
পাখিদের বিরামের তান,
ম্রিয়মাণ সন্ধ্যা - বাতাসের
থেকে থেকে মরণের গান।
পরিশ্রান্ত অবশ পরানে
বসিয়া রয়েছি এইখানে।
যাও মোরে যাও ছেড়ে নিয়ো না নিয়ো না কেড়ে,
নিয়ো না নিয়ো না মন মোর।
সখাদের কাছ হতে ছিনিয়া নিয়ো না
মোরে,
ছিঁড়ো না এ প্রণয়ের ডোর।
আবার হারাই যদি এই
গিরি, এই নদী,
মেঘ বায়ু কানন নির্ঝর,
আবার স্বপন ছুটে
একেবারে যায় টুটে
এ আমার গোধূলির ঘর।
আবার আশ্রয়হারা,
ঘুরে ঘুরে হই সারা
ঝটিকার মেঘখণ্ড - সম,
দুঃখের বিদ্যুৎ - ফণা
ভীষণ ভুজঙ্গ এক
পোষণ করিয়া বক্ষে মম --
তাহা হলে এ জনমে,
নিরাশ্রয় এ জীবনে
ভাঙা ঘর আর গড়িবে না,
ভাঙা হৃদি আর জুড়িবে না।
কাল সবে গড়েছি আলয়,
কাল সবে জুড়েছি হৃদয় -
আজি তা দিয়ো না যেন ভেঙে,
রাখো তুমি রাখো এ বিনয়।