সন্ধ্যাসংগীত

    জাগ্‌ জাগ্‌ জাগ্‌ ওরে,   গ্রাসিতে এসেছে তোরে

                নিদারুণ শূন্যতার ছায়া,

                আকাশ - গরাসী তার কায়া।

     গেল তোর চন্দ্র সূর্য , গেল তোর গ্রহ তারা,

                গেল, তোর আত্ম আর পর।

                এইবেলা প্রাণপণ কর্‌।

                এইবেলা ফিরে দাঁড়া তুই,

                স্রোতোমুখে ভাসিস নে আর।

                যাহা পাস আঁকড়িয়া ধর্‌ --

                সম্মুখে অসীম পারাবার,

                সম্মুখেতে চির অমানিশি,

                 সম্মুখেতে মরণ বিনাশ !

                গেল, গেল, বুঝি নিয়ে গেল

                আবর্ত করিল বুঝি গ্রাস!