ক্ষণিকা

                             বাণিজ্যেতে যাবই।

                    তোমায় যদি না পাই , তবু

                               আর কার তো পাবই।

 

সাগর উঠে তরঙ্গিয়া,

       বাতাস বহে বেগে,

সূর্য যেথায় অস্তে নামে

       ঝিলিক মারে মেঘে।

 

       দক্ষিণে চাই, উত্তরে চাই—

       ফেনায় ফেনা, আর কিছু নাই—

       যদি কোথাও কূল নাহি পাই

                   তল পাব তো তবু।

        ভিটার কোণে হতাশমনে

                     রইব না আর কভু।

 

                     যাবই আমি যাবই, ওগো,

                             বাণিজ্যেতে যাবই।

                   তোমায় যদি না পাই , তবু

                             আর কারে তো পাবই।

   

নীলের কোলে শ্যামল সে দ্বীপ

       প্রবাল দিয়ে ঘেরা,

শৈলচূড়ায় নীড় বেঁধেছে

        সাগর - বিহঙ্গরা।

 

       নারিকেলের শাখে শাখে

       ঝোড়ো বাতাস কেবল ডাকে,

       ঘন বনের ফাঁকে ফাঁকে          

                   বইছে নগনদী—

       সোনার রেণু আনব ভরি

                   সেথায় নামি যদি।