বনবাণী
           সে বসন্ত নহে তার তরে।
      ছন্দ ভেঙে দেয় সে যে,
      অকস্মাৎ উঠে বেজে
          অর্থহীন চকিত চীৎকার,
      ধূমাচ্ছন্ন অবিশ্বাস
      বিশ্ববক্ষে হানে ত্রাস,
          কুটিল সংশয় কদাকার।
 
   সৃষ্টিছাড়া এই-যে উৎপাত
   হানে দানবের পদাঘাত
       পুণ্য পৃথিবীর শিরে —
       তার লজ্জা তুই কি রে
          আনিতে পারিবি তোর মনে।
      অকৃতজ্ঞ নিষ্ঠুরতা
      সৌন্দর্যেরে দেয় ব্যথা
         কেন যে তা বুঝিবি কেমনে।
      কেন যে কদর্য ভাষা
      বিধাতার ভালোবাসা
         বিদ্রূপে করিছে ছারখার,
      যে হস্ত দানেরই তরে
      তারি রক্তপাত করে,
         সেই লজ্জা নিখিলজনার।