প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
কভু নয়।
ওগো বধূ মিছে কিসের ভয়
মিছে ভয়!
নাহয় কথা কোয়ো না তার সনে
পান্থ - সনে।
দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে
দুয়ার - কোণে।
প্রশ্ন যদি শুধায় কোনো - কিছু
নীরব থেকো মুখটি করে নীচু
নম্র দু - নয়নে।
কাঁকন যেন ঝংকারে না হাতে,
পথ দেখিয়ে আনবে যবে সাথে
অতিথিসজ্জনে।
নাহয় কথা কোয়ো না তার সনে
পান্থ - সনে।
দাঁড়িয়ে তুমি থেকো একটি কোণে
দুয়ার - কোণে।
ওগো বধূ, হয় নি তোমার কাজ
গৃহ - কাজ?
ওই শোনো কে অতিথ এল আজ
এল আজ।
সাজাও নি কি পূজারতির ডালা?
এখনো কি হয় নি প্রদীপ জ্বালা
গোষ্ঠগৃহের মাঝ?
অতি যত্নে সীমান্তটি চিরে
সিঁদুর - বিন্দু আঁক নাই কি শিরে?
হয় নি সন্ধ্যাসাজ?