ক্ষণিকা

             হে নিরুপমা,

  আজিকে আচারে ত্রুটি হতে পারে,

            করিয়ো ক্ষমা।

দিবালোকহারা সংসারে আজ                   

কোনোখানে কার ও নাহি কোনো কাজ,

জনহীন পথ ধেনুহীন মাঠ

            যেন সে আঁকা—

বর্ষণঘন শীতল আঁধারে

            জগৎ ঢাকা।

 

            হে নিরুপমা,

চপলতা আজি যদি ঘটে তবে

            করিয়ো ক্ষমা।

তোমার দুখানি কালো আঁখি -' পরে

শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে,

ঘন কালো তব কুঞ্চিত কেশে

            যূথীর মালা।

তোমারি ললাটে নববরষার

     বরণডালা।