খেয়া

                  কে পায় তার ঠিকানা।

 

    আমি    ঘরে বাঁধা ছিনু, এবার আমারে

                  আকাশে রাখিলে ধরিয়া

    দৃঢ়            করিয়া।

    সব        বাঁধা খুলে দিয়ে মুক্তিবাঁধনে

                  বাঁধিলে আমারে হরিয়া

    দৃঢ়            করিয়া।

           রুদ্ধদুয়ার ঘরে কতবার

           খুঁজেছিল মন পথ পালাবার,

           এবার তোমার আশাপথ চাহি

                 বসে রব খোলা দুয়ারে—

           তোমারে ধরিতে হইবে বলিয়া

                 ধরিয়া রাখিব আমারে।

                 হে মোর পরানবঁধু হে,

           কখন যে তুমি দিয়ে চলে যাও

                 পরানে পরশমধু হে।