লেখন

কুয়াশা যদি বা ফেলে পরাভবে ঘিরি

তবু নিজমহিমায় অবিচল গিরি॥                                 ৫৯

 

পর্বতমালা আকাশের পানে চাহিয়া না কহে কথা,

অগমের লাগি ওরা ধরণীর স্তম্ভিত ব্যাকুলতা॥                   ৬০

 

একদিন ফুল দিয়েছিলে, হায়,

            কাঁটা বিঁধে গেছে তার।

       তবু, সুন্দর, হাসিয়া তোমায়

            করিনু নমস্কার॥                                   ৬১

 

       হে বন্ধু, জেনো মোর ভালোবাসা,

            কোনো দায় নাহি তার —

       আপনি সে পায় আপন পুরস্কার॥                        ৬২

 

স্বল্প সেও স্বল্প নয়, বড়োকে ফেলে ছেয়ে।

দু-চারি - জন অনেক বেশি বহুজনের চেয়ে॥                   ৬৩

 

সংগীতে যখন সত্য শোনে নিজবাণী

সৌন্দর্যে তখন ফোটে তার হাসিখানি॥                         ৬৪

 

আমি জানি মোর ফুলগুলি ফুটে হরষে

না-জানা সে কোন্‌ শুভচুম্বন পরশে॥                           ৬৫

 

বুদ্‌বুদ   সে তো বদ্ধ আপন ঘেরে —

শূন্যে মিলায়, জানে না সমুদ্রেরে॥                             ৬৬