প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
জগতের গানগুলি দূর-দূরান্তর হতে
দলে দলে
তোর কাছে যায়,
যেন তারা বহ্নি হেরি পতঙ্গের মতো
পদতলে
মরিবারে চায়!
জগতের মৃত গানগুলি
তোর কাছে
পেয়ে নব প্রাণ,
সংগীতের পরলোক হতে
গান যেন
দেহমুক্ত গান।
তাই তার নব কণ্ঠধ্বনি
প্রভাতের
স্বপনের প্রায়,
কুসুমের সৌরভের সাথে
এমন সহজে
মিশে যায়।
আমি ভাবিতেছি বসে গানগুলি তোরে