শিশু ভোলানাথ

          লাগায় ঝিলিমিলি।

বাঁশবাগানের মাথায় মাথায়

তেঁতুলগাছের পাতায় পাতায়

          হাসায় খিলিখিলি।

হঠাৎ কিসের মন্ত্র এসে

ভুলিয়ে দিলে একনিমেষে

           বাদলবেলার কথা।

হারিয়ে - পাওয়া আলোটিরে

নাচায় ডালে ফিরে ফিরে

          বেড়ার ঝুমকোলতা।

উপর নিচে আকাশ ভরে

এমন বদল কেমন করে

          হয়, সে - কথাই ভাবি।

উলটপালট খেলাটি এই,

সাজের তো তার সীমানা নেই,

          কার কাছে তার চাবি?

এমন যে ঘোর মন - খারাপি

বুকের মধ্যে ছিল চাপি

          সমস্ত খন আজি —

হঠাৎ দেখি সবই মিছে

নাই কিছু তার আগে পিছে

          এ যেন কার বাজি।