মানসী
কে জানে সে ফুলে মালা গাঁথে কি না
        
সারা প্রহর।
 
বাঁশি বেজেছিল, ধরা দিনু যেই
       
থামিল বাঁশি—
এখন কেবল চরণে শিকল
       
কঠিন ফাঁসি।
মধু নিশা গেছে, স্মৃতি তারি আজ
মর্মে মর্মে হানিতেছে লাজ—
সুখ গেছে, আছে সুখের ছলনা
       
হৃদয়ে তোর।
প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ
       
মিছে আদর।
 
কতই না জানি জেগেছ রজনী
       
করুণ দুখে,
সদয় নয়নে চেয়েছ আমার
       
মলিন মুখে।
পরদুখভার সহে নাকো আর,
লতায়ে পড়িছে দেহ সুকুমার—
তবু আসি আমি পাষাণহৃদয়
       
বড়ো কঠোর।
ঘুমাও, ঘুমাও, আঁখি ঢুলে আসে
       ঘুমে কাতর।