ছবি ও গান
যেন রে কোথায় তরুর
ছায়ায়
বসিয়া রূপসী বালা,
কুসুমশয়নে আধেক মগনা
বাকলবসনে আধেক নগনা,
সুখদুখগান গা ই ছে
শুইয়া
গাঁথিতে গাঁথিতে মালা।
ছায়ায় আলোকে, নিঝরের
ধারে,
কোথা কোন্ গুপ্ত
গুহার মাঝারে,
যেন হেথা হোথা কে
কোথায় আছে
এখনি দেখিতে পাব —
যেন রে তাদের চরণের
কাছে
বীণা লয়ে গান গাব।
শুনে শুনে তারা আনত
নয়নে
হাসিবে
মুচুকি হাসি,
শরমের আভা অধরে কপোলে
বেড়াইবে ভাসি ভাসি।
মাথায় বাঁধিয়া ফুলের
মালা
বেড়াইব বনে বনে।
উড়িতেছে কেশ, উড়িতেছে
বেশ,
উদাস পরান কোথা
নিরুদ্দেশ,
হাতে লয়ে বাঁশি মুখে
লয়ে হাসি,
ভ্রমিতেছি আনমনে।
চারি দিকে মোর বসন্ত
হসিত,
যৌবনকুসুম প্রাণে
বিকশিত,
কুসুমের'পরে ফেলিব চরণ
যৌবনমাধুরীভরে।
চারি দিকে মোর মাধবী
মালতী
সৌরভে আকুল করে।
কেহ কি আমারে চাহিবে
না?
কাছে এসে গান গাহিবে
না?
পিপাসিত প্রাণে চাহি
মুখপানে
কবে না প্রাণের আশা?