মানসী
                
দিয়েছিলে হৃদয় যখন
                       
পেয়েছিলে প্রাণমন দেহ—
       
আজ সে হৃদয়
নাই,                
যতই সোহাগ পাই
                
শুধু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ।
 
                
জীবনের বসন্তে যাহারে
           
            ভালোবেসেছিলে
একদিন,
       
হায় হায় কী
কুগ্রহ,          
আজ তারে অনুগ্রহ—
                
মিষ্ট কথা দিবে তারে গুটি দুই-তিন!
 
                
অপবিত্র ও করপরশ
                       
সঙ্গে ওর হৃদয় নহিলে।
       
মনে কি করেছ
বঁধু,             
   ও হাসি এতই মধু
                
প্রেম না দিলেও চলে, শুধু হাসি দিলে।
 
                
তুমিই তো দেখালে আমায়
                      
( স্বপ্নেও ছিল না এত আশা )
       
প্রেমে দেয়
কতখানি          
কোন্ হাসি কোন্ বাণী,
                
হৃদয় বাসিতে পারে কত ভালোবাসা।
 
                
তোমারি সে ভালোবাসা দিয়ে
                     
বুঝেছি আজি এ ভালোবাসা—
       
আজি এই দৃষ্টি
হাসি,         
এ আদর রাশি রাশি,
               
এই দূরে চলে-যাওয়া, এই কাছে আসা।
 
                 বুক ফেটে কেন অশ্রু পড়ে
                     
তবুও কি বুঝিতে পার না?
       
তর্কেতে বুঝিবে তা
কি!         
এই মুছিলাম আঁখি—
                
এ শুধু চোখের জল, এ নহে ভর্ৎসনা।