ছবি ও গান
রাতের বেলায় কোথায় চলে
যায়,
দুপুরবেলা কাছে আসে- সারা দিন বসে পাশে
একটি শুধু আদরের গান
গায়।
রাতে কত তারা ওঠে, ভোরের বেলা চলে যায়-
তোরে তো কেউ দেখে না,
জানে না।
এক কালে তুই ছিলি যেন ওদেরই ঘরের মেয়ে,
আজকে রে তুই অজানা
অচেনা।
নিত্যি দেখি রাতের বেলা একটি শুধু জোনাই আসে,
আলো দিয়ে মুখপানে তোর
চায়।
কে জানে সে কী যে করে! তারা-জন্মের কাহিনী তোর
কানে বুঝি স্বপন দিয়ে
যায়।
ভোরের বেলা আলো এল, ডাকছে রে তোর নামটি ধরে,
আজকে তবে মুখখানি তোর
তোল্,
আজকে তবে আঁখিটি তোর
খোল্,
লতা জাগে, পাখি জাগে গায়ের কাছে বাতাস লাগে,
দেখি রে — ধীরে ধীরে
দোল্ দোল্ দোল্।