মানসী
        বাক্যের আঁধারে।
   ক্ষুদ্র কাজ ক্ষুদ্র নয়
   এ কথা মনে জাগিয়া রয়,
   বৃহৎ ব’লে না মনে হয়
         বৃহৎ কল্পনারে।

 

   পরের কাছে হইব বড়ো
        এ কথা গিয়ে ভুলে
   বৃহৎ যেন হইতে পারি
        নিজের প্রাণমূলে।
   অনেক দূরে লক্ষ্য রাখি
   চুপ করে না বসিয়া থাকি
   স্বপ্নাতুর দুইটি আঁখি
        শূন্যপানে তুলে।
   ঘরের কাজ রয়েছে পড়ি,
   তাহাই যেন সমাধা করি,
   ‘কী করি’ বলে ভেবে না মরি
        সংশয়েতে দুলে।
   করিব কাজ নীরবে থেকে,
   মরণ যবে লইবে ডেকে
   জীবনরাশি যাইব রেখে
        ভবের উপকূলে।

 

   সবাই বড়ো হইলে তবে
        স্বদেশ বড়ো হবে,
   যে কাজে মোরা লাগাব হাত
        সিদ্ধ হবে তবে।
   সত্যপথে আপন বলে
   তুলিয়া শির সকলে চলে,
   মরণভয় চরণতলে
        দলিত হয়ে রবে।
   নহিলে শুধু কথাই সার,