মানসী
          ছায়া ফেলিবে না তায়,
     আঁধার হৃদয়-নীল-উৎপল
          চিরদিন রবে পায়।

 

     তোমাতে হেরিব আমার দেবতা,
          হেরিব আমার হরি—
     তোমার আলোকে জাগিয়া রহিব
          অনন্ত বিভাবরী।