কল্পনা

       টান যখন মরণ-ফাঁসি

            বল নাকো মিষ্টভাষ।

       হাস্যমুখে অদৃষ্টেরে

            করব মোরা পরিহাস।

 

       ধরায় যারা সেরা সেরা

            মানুষ তারা তোমার ঘরে।

       তাদের কঠিন শয্যাখানি

            তাই পেতেছ মোদের তরে।

       আমরা বরপুত্র তব

       যাহাই দিবে তাহাই লব,

       তোমায় দিব ধন্যধ্বনি

            মাথায় বহি সর্বনাশ।

       হাস্যমুখে অদৃষ্টে রে

            করব মোরা পরিহাস।

 

       যৌবরাজ্যে বসিয়ে দে মা,

            লক্ষ্মীছাড়ার সিংহাসনে।

       ভাঙা কুলোয় করুক পাখা

            তোমার যত ভৃত্যগণে।

       দগ্ধভালে প্রলয়-শিখা

       দিক্‌, মা , এঁকে তোমার টিকা—

       পরাও সজ্জা লজ্জাহারা

            জীর্ণকন্থা ছিন্নবাস।

       হাস্যমুখে অদৃষ্টরে

            করব মোরা পরিহাস।

 

       লুকোক তোমার ডঙ্কা শুনে

            কপট সখার শূন্য হাসি।

       পালাক ছুটে পুচ্ছ তুলে

            মিথ্যে চাটু মক্কা কাশী।

       আত্মপরের প্রভেদ-ভোলা