মানসী
         শান্তি পেত এই চিরতৃষা
         চিত্ত চঞ্চল সকাতর,
প্রেমের থরে থরে        বিরাম জাগিত রে—
        দুখের ছায়া মাঝে রবিকর।