কল্পনা

         মেঘ যদি ডাকে গুরু গুরু

         নৃত্যমাঝে কেঁপে ওঠে ঊরু,

কাহারে করিবে রোষ,    কার ’পরে দিবে দোষ

         বক্ষ যদি করে দুরু দুরু—

         মেঘ ডেকে ওঠে গুরু গুরু।

 

         যাবে যদি, মনে ছিল না কি,

         আমারে নিলে না কেন ডাকি?

আমি তো পথেরি ধারে      বসিয়া ঘরের দ্বারে

         আনমনে ছিলাম একাকী—

         আমারে নিলে না কেন ডাকি?

 

         কখন প্রহর গেছে বাজি,

         কোনো কাজ নাহি ছিল আজি।

ঘরে আসে নাই কেহ,    সারাদিন শূন্য গেহ,

         বিলাপ করেছে তরুরাজি।

         কোনো কাজ নাহি ছিল আজি।

 

         যত বেগে গরজিত ঝড়,

         যত মেঘে ছাইত অম্বর,

রাত্রে অন্ধকারে যত         পথ অফুরান হত

         আমি নাহি করিতাম ডর—

         যত বেগে গরজিত ঝড়।

 

         বিদ্যুতের চমকানি-কালে

         এ বক্ষ নাচিত তালে তালে,

উত্তরী উড়িত মম          উন্মুখ পাখার সম—

         মিশে যেত আকাশে পাতালে

         বিদ্যুতের চমকানি-কালে।