বলাকা

          তুমি পথ হতে নেমে

              যেখানে দাঁড়ালে

                     সেখানেই আছ থেমে।

এই তৃণ, এই ধূলি— ওই তারা, ওই শশী-রবি,

                   সবার আড়ালে

          তুমি ছবি, তুমি শুধু ছবি।

 

          কী প্রলাপ কহে কবি।

              তুমি ছবি?

নহে নহে, নও শুধু ছবি।

কে বলে রয়েছ স্হির রেখার বন্ধনে

          নিস্তব্ধ ক্রন্দনে।

     মরি মরি, সে আনন্দ থেমে যেত যদি

              এই নদী

          হারাত তরঙ্গবেগ,

              এই মেঘ

     মুছিয়া ফেলিত তার সোনার লিখন।

          তোমার চিকন

চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত

              তবে

            একদিন কবে

          চঞ্চল পবনে লীলায়িত

      মর্মর-মুখর ছায়া মাধবী-বনের

             হত স্বপনের।

     তোমায় কি গিয়েছিনু ভুলে।

তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে,

              তাই ভুল।

অন্যমনে চলি পথে, ভুলি নে কি ফুল।

          ভুলি নে কি তারা।

              তবুও তাহারা

          প্রাণের নিশ্বাসবায়ু করে সুমধুর,

     ভুলের শূন্যতা-মাঝে ভরি দেয় সুর।