প্রবাসী

পরবাসী চলে এসো ঘরে

অনুকূল সমীরণভরে।

     বারে বারে শুভদিন

     ফিরে গেল অর্থহীন,

চেয়ে আছে সবে তোমা-তরে

     ফিরে এসো ঘরে।

        

আকাশে আকাশে আয়োজন,

বাতাসে বাতাসে আমন্ত্রণ।

     বন ভরা ফুলে ফুলে,

     এসো এসো, লহো তুলে,

       উঠে ডাক মর্মরে মর্মরে।

 

ফসলে ঢাকিয়া যায় মাটি,

তুমি কি লবে না তাহা কাটি।

     ওই দেখো কতবার

     হল খেয়া পারাপার,

       সারিগান উঠিল অম্বরে।

 

কোথা যাবে সে কি জানা নেই।

যেথা আছ ঘর সেখানেই।

     মন যে দিল না সাড়া,

     তাই তুমি গৃহছাড়া,

       পরবাসী বাহিরে অন্তরে।

 

আঙিনায় আঁকা আলিপনা,

আঁখি তব চেয়ে দেখিল না।

     মিলনঘরের বাতি

     জ্বলে অনিমেষভাতি

       সারারাতি জানালার'পরে।