বুদ্ধজন্মোৎসব
সংস্কৃত ছন্দের নিয়ম-অনুসারে পঠনীয়

           হিংসায় উন্মত্ত পৃথ্বি,

               নিত্য নিঠুর দ্বন্দ্ব,

          ঘোর কুটিল পন্থ তার,

               লোভজটিল বন্ধ।

নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী,

কর ত্রাণ মহাপ্রাণ, আন অমৃতবাণী,

           বিকশিত কর প্রেমপদ্ম

                চিরমধুনিষ্যন্দ।

 

শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,

          করুণাঘন, ধরণীতল কর কলঙ্কশূন্য ।

 

        এসো দানবীর, দাও

               ত্যাগকঠিন দীক্ষা,

        মহাভিক্ষু, লও সবার

               অহংকার ভিক্ষা।

 

লোক লোক ভুলুক শোক, খণ্ডন কর মোহ,

উজ্জ্বল করো জ্ঞানসূর্য-উদয়-সমারোহ,

           প্রাণ লভুক সকল ভুবন,

               নয়ন লভুক অন্ধ।

 

শান্ত হে, মুক্ত হে, হে অনন্তপুণ্য,

           করুণাঘন, ধরণীতল কর কলঙ্কশূন্য।

 

           ক্রন্দনময় নিখিলহৃদয়

                 তাপদহনদীপ্ত।

           বিষয়বিষ-বিকারজীর্ণ

                  খিন্ন অপরিতৃপ্ত।