পূরবী
                            নাহি কারো ক্ষতি।
                   কহিলাম, ‘বোঝ নি কি তোমার পরশে
                            হৃদয় ভরেছে মোর রসে।
                   কেউ বা আমারে চেনে এর চেয়ে বেশি,
                               হে ফুল বিদেশী।’

 

হে বিদেশী ফুল, যবে তোমারে শুধাই ‘বলো দেখি
                মোরে ভুলিবে কি’,
হাসিয়া দুলাও মাথা; জানি জানি মোরে ক্ষণে ক্ষণে
                পড়িবে যে মনে।
                    দুই দিন পরে
                চলে যাব দেশান্তরে,
তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা—
                          মোরে ভুলিবে না।