আকাশপ্রদীপ

             ছেলেমি খেয়ালে যেন রূপকথা গড়া

কালের লেখনি-টানা নানামতো ছবির ইঙ্গিতে,

সবুজে পাটলে আঁকা কালো সাদা রেখার ভঙ্গিতে।

             সদ্য ঘুম থেকে জাগা

         প্রতি প্রাতে নূতন করিয়া ভালো-লাগা

             ফুরাত না কিছুতেই।

        কিসে যে ভরিত মন সে তো জানা নেই।

কোকিল দোয়েল টিয়ে এ বাগানে ছিল না কিছুই,

                         কেবল চড়ুই,

                   আর ছিল কাক।

                         তার ডাক

                   সময় চলার বোধ

মনে এনে দিত। দশটা বেলার রোদ

        সে ডাকের সঙ্গে মিশে নারিকেল-ডালে

             দোলা খেত উদাস হাওয়ার তালে তালে।

কালো অঙ্গে চটুলতা, গ্রীবাভঙ্গি, চাতুরী সতর্ক আঁখিকোণে,

                   পরস্পর ডাকাডাকি ক্ষণে ক্ষণে —

             এ রিক্ত বাগানটিরে দিয়েছিল বিশেষ কী দাম।

        দেখিতাম, আবছায়া ভাবনায় ভালোবাসিতাম।