পুনশ্চ

    নীল রঙের জীর্ণ চিকের ছায়া-মিশানো অস্পষ্ট আলোয়

                      ভিজে খস্‌খসের গন্ধের মধ্যে

প্রবেশ করে সাগরপারের মানবহৃদয়ের ব্যথা।

আমার প্রথমযৌবন খুঁজে বেড়ায় বিদেশী ভাষার মধ্যে আপন ভাষা,

                       প্রজাপতি যেমন ঘুরে বেড়ায়

                               বিলিতি মৌসুমি ফুলের কেয়ারিতে

                                               নানা বর্ণের ভিড়ে।