প্রহাসিনী

        হিস্‌টিরিয়ায় পাওয়া।

তারে বলে আর্ট

        না-বলা যাহার কথা ;

ঢাকা খুলে বলা

        সে কেবল বাচালতা।

এই তো দেখো-না

        নাম-ঢাকা তব নাম ;

নামজাদা খ্যাতি

        ছাপিয়ে যে ওর দাম।

 

এই দেখো দেখি,

         ভারতীর ছল কী এ।

বকা ভালো নয়,

        এ কথা বোঝাতে গিয়ে

খাতাখানা জুড়ে

        বকুনি যা হল জমা

আর্টের দেবী

        করিবে কি তারে ক্ষমা।

সত্য কথাটা

        উচিত কবুল করা —

রব যে উঠেছে

        রবিরে ধরেছে জরা,

তারই প্রতিবাদ

        করি এই তাল ঠুকে ;

তাই ব’কে যাই

        যত কথা আসে মুখে।

এ যেন কলপ

        চুলে লাগাবার কাজ —

ভিতরেতে পাকা,

        বাহিরে কাঁচার সাজ।

ক্ষীণ কণ্ঠেতে

        জোর দিয়ে তাই দেখাই,