দিনান্তে ধরণী যথা
চেয়ে থাকে স্তব্ধ
নির্নিমিখে
নিশীথের সপ্তর্ষির দিকে,
জীবনের প্রান্ত হতে
তেমনি কি শান্ত তব চোখ
দেখিতেছে সুদূর আলোক?
৫০
দুই প্রাণ মিলাইয়া
যে সংসার করিছ রচন
তাহাতে সঞ্চিত হোক
নিখিলের আশীর্বচন।
ধ্রুবতারকার মতো
তোমাদের প্রেমের মহিমা
বিশ্বের সম্পদ হোক
ছাড়ায়ে গৃহের ক্ষুদ্র সীমা।
৫১
দূরের মানুষ কাছের হলেই
নতুন
প্রাণের খেলা—
নতুন হাওয়ায় নতুন ঋতুর
ফুলের বসায়
মেলা।