স্ফুলিঙ্গ
৭১
বড়োই সহজ
রবিরে
ব্যঙ্গ করা
আপন আলোতে
আপনি
দিয়েছে ধরা।
৭২
বড়োর দলে নাইবা হলে গণ্য—
লোভ কোরো না লোকখ্যাতির জন্য।
ভালোবাসো, ভালো করো, প্রাণ মনে হও ভালো—
তবেই তুমি আলো পাবে, তবেই দেবে আলো—
আপন-মাঝে আপনি হবে ধন্য।
স্বার্থমাঝে থেকো না অবরুদ্ধ—
লোভের সাথে নিয়ত করো যুদ্ধ।
নিজেরে যদি বিশ্বমাঝে করিতে পারো দান
নিজেরে তবে করিবে লাভ— তখনি পাবে ত্রাণ,
হৃদয়ে মনে তখনি হবে শুদ্ধ।
নদীর জলে প্রবাহ হলে বন্ধ
তাহার দশা তখনি জেনো মন্দ।
দানের স্রোতে ছিল যে তার নিয়ত ত্রাণধারা—
হারায়ে ফেলি আপনা দিয়ে রচে আপন কারা,
অশুচি হয়ে রহে সে নিরানন্দ।
৭৩
বনের পথে পথে বাজিছে বায়ে
নূপুর-রুনুরুনু কাহার পায়ে।
কাটিয়া যায় বেলা মনের ভুলে,
বাতাস উদাসিছে আকুল চুলে—