স্ফুলিঙ্গ
১০০
মৌমাছি সে মধু খোঁজে মাধবীর ঝোপে,
জমা করে ফোঁটা ফোঁটা মৌচাকের খোপে।
ক্ষুধা ভোলে, স্বার্থ ভোলে, লোভ নাহি করে—
যাহা জোটে দেয় তাহা সকলের তরে।
মানুষ মনের অন্ন খোঁজে বিশ্বময়
যাহা পায় একা তাহা আপনারই নয়।
লোভ নাই, স্বার্থ নাই, জ্ঞানের ভাণ্ডার
ভরি তোলে— সবা লাগি মুক্ত তার দ্বার।
১০১
যতক্ষণ থাকে মেঘ
শূন্যপটে নাম রহে লেখা।
যখন সে চলে যায়
মুছে দিয়ে যায় সব রেখা।
১০২
যদিও ক্লান্ত মোর দিনান্ত
রিক্ত আমার বল্লী,
তবুও পেয়েছি বনের প্রান্তে
একটি শীর্ণ মল্লি।
মোর দ্বারে যবে আনিয়াছ সাজি
স্নেহের আশিস্ এই লহো আজি—
যাবার ঘণ্টা ওই উঠে বাজি,
বিদায় হে গুরুপল্লী!