প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
পেন্সিল টেনেছিনু হপ্তায় সাতদিন,
রবার ঘষেছি তাহে তিনমাস রাতদিন।
কাগজ হয়েছে সাদা ; সংশোধনের বাধা
ঘুচে গেছে, এইবার শিক্ষক হাত দিন —
কিন্তু ছবির কোণে স্বাক্ষর বাদ দিন।
বলিয়াছিনু মামারে —
তোমারি ওই চেহারাখানি কেন গো দিলে আমারে।
তখনো আমি জন্মিনি তো, নেহাত ছিনু অপরিচিত,
আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে।
হাড় ক ' খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে।
কাঁধে মই, বলে ‘কই ভূঁইচাপা গাছ ',
দইভাঁড়ে ছিপ ছাড়ে, খোঁজে কইমাছ,
ঘুঁটেছাই মেখে লাউ রাঁধে ঝাউপাতা —
কী খেতাব দেব তায় ঘুরে যায় মাথা।
শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ ' রে।
নাকটা হেসে বলে, ‘ হায় রে যাই ম ' রে। '
নাকের মতে, গুণ কেবলি আছে ঘ্রাণে,
রূপ যে রঙ খোঁজে নাকটা তা কি জানে।
আইডিয়াল নিয়ে থাকে, নাহি চড়ে হাঁড়ি।
প্র্যাক্টিক্যাল লোকে বলে, এ যে বাড়াবাড়ি।