চিত্রবিচিত্র
           বাজে ঢোল ঢাক।
নন্দিত কণ্ঠের
           হাস্যের রোল
অম্বরতলে দিল
           উল্লাসদোল । 
 
ধীরে ধীরে শর্বরী
           হয় অবসান,
উঠিল বিহঙ্গের
           প্রত্যুষগান ।
বনচূড়া রঞ্জিল
           স্বর্ণলেখায়
পূর্বদিগন্তের
           প্রান্তরেখায় ।