বীথিকা

        হেরিলাম, সে যে হায় পুষ্পরেণু - আবিল আলোকে

 

        মাধুর্যের ইন্দ্রজালে রাঙা।

                                      তাই মোর কণ্ঠস্বর

         আবেগে জড়িত রুদ্ধ।

                                    পাই   নাই শান্ত অবসর

        চিনিবারে, চেনাবারে।

                              কোনো কথা বলা হল না যে,

       মোহমুগ্ধ ব্যর্থতার সে বেদনা চিত্তে মোর বাজে।