প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
যত হও নাকো বড়ো,
দাঁত করো কড়োমড়ো —
তবু ভয়ে তোর লাগিবে না ঘোর,
হব নাকো জড়োসড়ো।
মানুষেরে পিঠে ধরি
ঘোরো দিবা-বিভাবরী —
আমরা দোয়েল পাপিয়া কোয়েল
দূর হতে গড় করি।