চিত্রবিচিত্র

       ঠিক সন্ধ্যার মতো।

আমি তো পষ্ট দেখি সব-কিছু —

    শালবন দেখো এই উঁচুনিচু,

       মাছগুলো দেখো জলে।

 

‘ ছবি দেখিতে কি পায় সব লোকে —

    দোষ আছে তোর মামারই দু চোখে '

       বাবা এই কথা বলে।