বীথিকা

                     অভিসার - পথ - পানে।

 

     অসীম শূন্যে সন্ধান গেল থেমে,

                  এলে বনতলে নেমে।

     চঞ্চল পাখা মানিল বিরাম

                  সীমার মোহন প্রেমে।

      লভিল শান্তি তৃপ্তিবিহীন আশা,

      শ্যামল ধরার বক্ষের কাছে

                     রচিলে নিভৃত বাসা।

 

     বাণীর ব্যথায় উচ্ছ্বাসি এক পাখি

                  গেয়ে ওঠো থাকি থাকি।

     আর পাখি শোনো আপনার মনে

                  ডানা - ' পরে মুখ রাখি।

     ভাষার প্রবাহ মেলে ভাষাহারা গানে,

     অধীরের সুর লভিল আকাশ

                  ধীর নীরবের প্রাণে।


একাকী

এল সন্ধ্যা তিমির বিস্তারি ;

        দেবদারু সারি সারি

                দোলে ক্ষণে ক্ষণে

                      ফাল্গুনের ক্ষুব্ধ সমীরণে।

        স্তব্ধতার বক্ষোমাঝে পল্লবমর্মর

                জাগায় অস্ফুট মন্ত্রস্বর।

        মনে হয় অনাদি সৃষ্টির পরপারে

                আপনি কে আপনারে

        শুধাইছে ভাষাহীন প্রশ্ন নিরন্তর ;

                অসংখ্য নক্ষত্র নিরুত্তর।

        অসীমের অদৃশ্য গুহায় কোন্‌খানে

                নিরুদ্দেশ - পানে