বিচিত্রিতা

তার পর সসংকোচে বদ্ধ করি দিলে তব দ্বার,

      উচ্ছৃঙ্খল সমীরণে উদ্দাম কুন্তলভার

                লইলে সংযত করি —

অশান্ত তরুণ প্রেম বসন্তের পন্থ অনুসরি

      স্খলিত কিংশুক-সাথে

             জীর্ণ হল ধূসর ধুলাতে।

 

 

       তুমি ভাবো সেই রাত্রিদিন

                          চিহ্নহীন

              মল্লিকাগন্ধের মতো

                             নির্বিশেষে গত।

    জানো না কি যে-বসন্ত সম্বরিল কায়া

               তারি মৃত্যুহীন ছায়া

      অহির্নিশি আছে তব সাথে সাথে

                 তোমার অজ্ঞাতে।

অদৃশ্য মঞ্জরি তার আপনার রেণুর রেখায়

          মেশে তব সীমন্তের সিন্দূরলেখায়।

সুদূর সে ফাল্গুনের স্তব্ধ সুর

তোমার কণ্ঠের স্বর করি দিল উদাত্ত মধুর।

        যে চাঞ্চল্য হয়ে গেছে স্থির

তারি মন্ত্রে চিত্ত তব সকরুণ, শান্ত, সুগম্ভীর।