রূপান্তর

        মৃড়া সুক্ষত্র মৃড়য়॥

ক্রত্বঃ সমহ দীনতা প্রতীপং জগমা শুচে।

        মৃড়া সুক্ষত্র মৃড়য়॥

অপাং মধ্যে তস্থিবাংসং তৃষ্ণাবিদজ্জরিতারম্‌।

        মৃড়া সুক্ষত্র মৃড়য়॥

                   — ঋগ্‌বেদ, ৭ . ৮৯ . ২ - ৪

 

যদি    ঝড়ের মেঘের মতো আমি ধাই

             চঞ্চল - অন্তর

তবে   দয়া কোরো হে, দয়া কোরো হে,

             দয়া কোরো ঈশ্বর।

ওহে   অপাপপুরুষ, দীনহীন আমি

             এসেছি পাপের কূলে —

প্রভু   দয়া কোরো হে, দয়া কোরো হে,

          দয়া করে লও তুলে।

আমি জলের মাঝারে বাস করি তবু

          তৃষায় শুকায়ে মরি —

প্রভু   দয়া কোরো হে, দয়া করে দাও

          হৃদয় সুধায় ভরি॥

 

             ৭

 

যৎ কিং চেদং বরুণ দৈব্যে

জনেহভিদ্রোহং মনুষ্যাশ্চরামসি।

অচিত্তী যত্তব ধর্মা যুযোপিম

মা নস্তস্মাদেনসো দেব রীরিষঃ॥

           — ঋগ্‌বেদ, ৭ . ৮৯ . ৫

 

হে বরুণদেব,

         মানুষ আমরা দেবতার কাছে

                 যদি থাকি পাপ ক'রে,

         লঙ্ঘন করি তোমার ধর্ম