রূপান্তর

তুমি না রহিলে একটি নিমেষও কেহ কি রক্ষা পায়।

 

বিদ্রোহী যারা তাদের, হে দেব, যে দণ্ড কর দান —

আমার উপরে, হে বরুণ, তুমি হানিয়ো না সেই বাণ।

জ্যোতি হতে মোরে দূরে পাঠায়ো না, রাখো রাখো মোর প্রাণ।

 

তব গুণ আমি গেয়েছি নিয়ত, আজও করি তব গান —

আগামী কালেও, সর্বপ্রকাশ, গাব আমি তব গান।

হে অপরাজিত, যত সনাতন বিধান তোমার কৃত

স্খলনবিহীন রয়েছে অটল পর্বতে - আশ্রিত।

 

ওহে মহারাজ, দূর করে দাও নিজে করেছি যে পাপ!

অন্যের কৃত পাপফল যেন আমারে না দেয় তাপ!

বহু উষা আজও হয় নি উদিত, সে - সব উষার মাঝে

আমার জীবন করিয়া পালন লাগাও তোমার কাজে॥

 

              ৯

 

তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং

তং দেবতানাং পরমং চ দৈবতম্‌।

পতিং পতীনাং পরমং পরস্তাদ্‌

বিদাম দেবং ভুবনেশমীড্যম্‌॥

 

ন তস্য কার্যং করণং চ বিদ্যতে

ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে।

পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে

স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ॥

 

ন তস্য কশ্চিৎ পতিরস্তি লোকে

ন চেশিতা নৈব চ তস্য লিঙ্গম্‌।

স কারণং করণাধিপাধিপো

ন চাস্য কশ্চিজ্জনিতা ন চাধিপঃ॥

            — শ্বেতাশ্বতর উপনিষৎ, ৬ . ৭ - ৯