প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
সত্যকাম বললে হারিদ্রুমত গৌতমকে,
‘ ভগবন্, আমাকে ব্রহ্মচর্যে উপনীত করুন। '
তিনি বললেন, ‘ সৌম্য, কী গোত্র তুমি?'
সে বললে, ‘ আমি তা জানি নে।
মাকে জিজ্ঞাসা করেছি আমার গোত্র কী।
তিনি বলেছেন — যৌবনে যখন বহুপরিচারিণী ছিলেম
তোমাকে পেয়েছি।
আমার নাম জবালা, তোমার নাম সত্যকাম,
বোলো আমি সত্যকাম জাবাল। '
তিনি তখন বললেন, ‘ এমন কথা অব্রাহ্মণ বলতে পারে না।
সত্য থেকে নেমে যাও নি তুমি।
সমিধ আহরণ করো সৌম্য, তোমাকে উপনীত করি। '
১৪
মা মিৎ কিল ত্বং বনাঃ শাখাং মধুমতীমিব।
— অথর্ববেদ, ১ . ৩৪ . ৪
যথা সুপর্ণঃ প্রপতন্ পক্ষৌ নিহন্তি ভূম্যাম্
এবা নি হন্মি তে মনঃ।
— অথর্ববেদ, ৬ . ৮ . ২
ফুল্ল শাখা যেমন মধুমতী
মধুরা হও তেমনি মোর প্রতি।
বিহঙ্গ যথা উড়িবার মুখে
পাখায় ভূমিরে হানে,
তেমনি আমার অন্তরবেগ
লাগুক তোমার প্রাণে।