প্রকল্প সম্বন্ধেপ্রকল্প রূপায়ণেরবীন্দ্র-রচনাবলীজ্ঞাতব্য বিষয়পাঠকের চোখেআমাদের লিখুনডাউনলোডঅন্যান্য রচনা-সম্ভার |
রানী, যাও তবে, দরজাটা খুলে দাও, নাইলে আসবেন না।
সুদর্শনা। আমি এ ঘরের অন্ধকারে কিছুই ভালো করে দেখতে পাই নে— কোথায় দরজা কে জানে। তুই এখানকার সব জানিস, তুই আমার হয়ে খুলে দে।
তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন।
(১)রাজা। আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি-না কেন।
সুদর্শনা। সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাব না?
রাজা। কে বললে দেখতে পায়। মূঢ় যারা তারা মনে করে ‘দেখতে পাচ্ছি’।
সুদর্শনা। তা হোক, আমাকে দেখা দিতেই হবে।
১ রাজাকে এ নাটকের কোথাও রঙ্গমঞ্চে দেখা যাইবে না।