রূপান্তর

              ১১

 

নিন্দন্তু নীতিনিপুণা যদি বা স্তুবন্তু

লক্ষ্মীঃ সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম্‌।

অদ্যৈব বা মরণমস্তু যুগান্তরে বা

ন্যা য্যা ৎ পথঃ প্রবিচলন্তি পদং ন ধীরাঃ॥

                   — ভর্তৃহরি : নীতিশতক, ১০

 

নীতিবিশারদ যদি করে নিন্দা অথবা স্তবন,

লক্ষ্মী যদি আসেন বা যথা - ইচ্ছা ছাড়েন ভবন,

অদ্য মৃত্যু হয় যদি কিম্বা যদি হয় যুগান্তরে —

ন্যায্য পথ হতে তবু ধীর কভু এক পা না সরে॥

 

             পা ঠা ন্ত র

 

নীতি ঞ্জ করুক নিন্দা অথবা স্তবন,

লক্ষ্মী গৃহে আসুন বা ছাড়ুন ভবন,

অদ্য মৃত্যু হোক কিম্বা হোক যুগান্তরে —

ন্যায়পথ হতে ধীর এক - পা না সরে।

 

               পা ঠা ন্ত র

 

নীতি ঞ্জ বলুন ভালো, গালি বা পাড়ুন,

লক্ষ্মী ঘরে আসুন বা যথেচ্ছা ছাড়ুন,

মৃত্যু চেপে ধরে যদি অথবা পাসরে —

ন্যায্য পথ হতে ধীর এক - পা না সরে।

 

             ১২

 

আরম্ভগুর্বী ক্ষয়িণী ক্রমেণ

লঘ্বী পুরা বৃদ্ধিমতী চ পশ্চাৎ

দিনস্য পূর্বার্ধপরার্ধভিন্না