রূপান্তর

     টীকা :     

             নবরত্নমালা - ধৃত প্রথম - দ্বিতীয় ছত্র —

                            শুন, দেব, মনে যাহা করেছি নিশ্চয়,

                            জীবন সঁপিনু পদে হইয়ে নির্ভয়।

           ২ নবরত্নমালায় পাঠান্তর —

                                              গম্ভীর সে বাণী,

                            বিঠ্‌ঠলজী নিজহস্তে ধরেন লেখনী।

           ৩ নবরত্নমালা : দেও

            নবরত্নমালা : তুকা -

            নবরত্নমালা : তোমার প্রসাদ এই

          নবরত্নমালা : দুঃখ সব

           শব্দটি পাণ্ডুলিপিতে নাই।

          পাণ্ডুলিপিতে : এখনি

           নবরত্নমালা : স্ত্রী যে

        ১০  নবরত্নমালা : লাজ

        ১১  পাণ্ডুলিপি : নেই

       ১২   পাণ্ডুলিপি : পৃথিবী

       ১৩  ছত্রদ্বয়ের পাণ্ডুলিপি - ধৃত পাঠ —

                            দুচারিটা ভাল বাক্যে

                            তাতে কিবা ক্ষতি বৃদ্ধি   আ [ ছে ]

 

মন্তব্য :   ১, ২, ৩, ৫, ৮, ৯, ১৩, ১৪ ও ১৫ - সংখ্যক তুকারাম - ভজনের ভাষান্তর পাণ্ডুলিপি হইতে সংকলিত। ৪, ৭, ১০ ও ১১ - সংখ্যক রূপান্তর নবরত্নমালা হইতে গৃহীত। ৬ ও ১২ –সংখ্যক বাংলা কবিতার পাঠ নবরত্নমালায় ও মালতীপুঁথিতে অভিন্ন। মালতীপুঁথির জীর্ণতা - বশতঃ ৪, ৭, ১০ ও ১১ - সংখ্যক রূপান্তর পাণ্ডুলিপিতে কোনো কোনো স্থলে পড়া যায় না।