রূপান্তর

এক দিন ছলি নব রীতি রে।

জল মিন জেহন পিরীতি রে॥

একহিঁ বচন ভেল বীচ রে।

হসি পহু উতরো ন দেল রে॥

একহিঁ পলঙ্গ পর কান্‌হ রে।

মোর লেখ দুর দেশ ভান রে॥

জাহি বন সিকিও ন ডোল রে।

তাহি বন পিআ হসি বোল রে॥

ধরব জোগিনিআক ভেস রে।

করব মেঁ পহুক উদেস রে॥

ভনহিঁ বিদ্যাপতি ভান রে।

সুপুরুখ ন করে নিদান রে॥ ৪৮

 

একদিন নূতন রীতি হয়েছিল,

জলে মীনে যেমন পিরীতি রে। —

একটি কথা মাঝে হল,

হাসি প্রভু উত্তর না দিল। —

একই পালঙ্গ -' পরে কান,

মোর ম নে দূরদেশ - জ্ঞান।

যে বনে কিছুই না দোলে

সে বনে পিয়া হাসি বোলে।

ধরিব যোগিনীর বেশ রে,

করিব প্রভুর উদ্দেশ রে।

ভনয়ে বিদ্যাপতি ভান রে —

সুপুরুষ না করে নিদান রে। ৪৮

 

             ১৫

 

পরকীয়া নায়িকা সঁ নায়ক বচন

পূর্বক প্রেম ঐলহুঁ তুঅ হেরি।

হমরা অবৈত বৈসলি মুখ ফেরি॥

পহিল বচন উতরো নহিঁ দেলি।